• ঢাকা সোমবার
    ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সুন্দরগঞ্জে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবি, মোটরসাইকেল শোডাউন-কালো পতাকা মিছিল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:২১ পিএম

সুন্দরগঞ্জে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবি, মোটরসাইকেল শোডাউন-কালো পতাকা মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও কালো পতাকা মিছিল করেছে। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। এতে চার শতাধিক মোটরসাইকেলে করে উপজেলার ১৫টি ইউনিয়ন প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, আরাফাত উল ইসলাম।

এছাড়াও শোডাউনে অংশ নেন পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়াল, সদস্যসচিব হারুন-অর-রশিদ, ডি ডব্লিউ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরমান মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু, সদস্যসচিব আবু রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিএনপি নেতা ও সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‍‍`সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটি দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমে গড়া এই সংগঠনে জোরপূর্বক চাপিয়ে দেওয়া নেতৃত্ব আর গ্রহণযোগ্য নয়। আজকের শোডাউন স্পষ্ট করে দিয়েছে— সত্যিকারের শক্তি মাঠের নেতাকর্মীরাই বহন করেন।‍‍`

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ বলেন, ‍‍`দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের মতামতের মূল্যায়ন করতে হবে। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি দ্রুত বাতিল করে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন করতে হবে।‍‍`

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, ‍‍`আমরা উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ মেনে গণতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব গঠন করাই আমাদের লক্ষ্য। আজকের শোডাউন ও কালো পতাকা মিছিল সেই প্রতিবাদের প্রকাশ।‍‍`
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ