• ঢাকা শনিবার
    ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে স্থগিত অবরোধ পুরোপুরি প্রত্যাহার

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১১:০৮ এএম

খাগড়াছড়িতে স্থগিত অবরোধ পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। টানা চারদিন অবরোধ চলার পর ৩০ সেপ্টেম্বর রাতে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ছিল।

আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।

তারা সেখানে উল্লেখ করেছে, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেই সময় স্থগিত অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা।

এদিকে, খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। সেখানে সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা-অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা দু’টি মামলা করে পুলিশ।

এ ছাড়াও সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি।

সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।

আর্কাইভ