প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৪১ পিএম
পাঁচ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে মিছিল শুরু করে রূপগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি দল মনোনীত নড়াইল-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-দল মনোনীত নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ। এছাড়া উপস্থিত ছিলেন-জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এদিকে, শিক্ষায় অনগ্রসর নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তিনি। প্রধান অতিথি বলেন, নড়াইলবাসীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন চাই।