• ঢাকা রবিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩২ পিএম

গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী আশরাফুল আলম রাজু, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শেখ ফরিদ, প্রচার সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম, পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান শেখ, ওলামা বিভাগের মাওলানা আব্দুস সালাম নাটোরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, আইন-আদালত বিভাগের সেক্রেটারী ও শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আবু আল মামুন, শুরা ও কর্ম পরিষদের মাওলানা রেজাউল করিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাজহারুল ইসলাম।

ফাইনাল খেলায় মাঠজুড়ে ছিল টান টান উত্তেজনা। মুখোমুখি হয় কোচাশহর একাদশ ও শাখাহার একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ, প্রতি-আক্রমণে স্টেডিয়ামে তৈরি হয় দারুণ রোমাঞ্চ। নির্ধারিত সময়ের খেলায় কোচাশহর একাদশ ২-১ গোলে শাখাহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী কোচাশহর একাদশকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৩৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। রানার্সআপ শাখাহার একাদশ পায় রানার্সআপ ট্রফি ও ২৫ হাজার টাকা।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি রেজাউল করিম। সহকারী রেফারি ছিলেন হাবলু ও সুমন। ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম।

ফাইনাল ম্যাচ দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর জয়ধ্বনিতে গোটা মাঠ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ