• ঢাকা বুধবার
    ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১০:৪৫ এএম

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ

পঞ্চগড় প্রতিনিধি

পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে গেছে জেলার সাধারণ জনজীবন। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। 

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা গেছে, ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

স্থানীয়রা জানান, সোমবার (৫ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ