• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি কবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:৪৬ পিএম

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি কবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ঠিক করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এপ্রিল মাসের ২০ তারিখের পর বা শেষ দিকে একটি সময়ে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে তারিখ নির্দিষ্ট করতে আরও কিছু সময় নেবে সংস্থাটি।

সূত্র জানিয়েছে, এপ্রিলের শেষ দিকে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীরা উদ্বেগের মধ্যে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির গ্রুপগুলোতে অনেক চাকরিপ্রার্থী উদ্বেগ প্রকাশ করেছেন।

আর্কাইভ