
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:২৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতি তাদের ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে।
সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের কাছে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিশ্চিত করে বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় আশ্বাসের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি অবশ্য বলেছেন, সাত দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা ইতোমধ্যেই কাজে ফিরেছেন বলে সমিতির নেতারা জানিয়েছেন।
এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টানা শাটডাউন কর্মসূচির প্রতিবাদে আজ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ চতুর্থ দিনের মতো ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে কর্মকর্তারা তাদের কর্মসূচি স্থগিত করলেও শিক্ষকরা এখনো তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।