• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল ও শিবিরের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩১ পিএম

রাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল ও শিবিরের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

এর মধ্যে ছাত্রদল সমর্থিত ‍‍`ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম‍‍` প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেছেন, ভোট চলাকালে বহিরাগতদের ক্যাম্পাসে এনে অস্ত্রমজুত করে সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করেছে শিবিরের নেতারা।

এছাড়া নির্বাচনে জাল ভোট দেওয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মি. আবির।

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা অভিযোগ করেছেন যে, ছাত্রদলের নেতারা ‍‍`পরিকল্পিতভাবে‍‍` তাদের বিরুদ্ধে অনলাইনে নানান ধরনের গুজব ছড়াচ্ছেন।

বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত বিএনপি নেতাকর্মীদের আনার অভিযোগও তুলেছেন তিনি।

এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পক্ষ অস্ত্রের মহড়া দিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ছয়টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

আর্কাইভ