• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আরিয়ান মামলার দায়িত্বে কে এই সঞ্জয় কুমার?

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:২৩ পিএম

আরিয়ান মামলার দায়িত্বে কে এই সঞ্জয় কুমার?

বিনোদন ডেস্ক

শাহরুখপুত্র আরিয়ান খানের মামলার দায়িত্বে আর থাকছেন না সমীর ওয়াংখেড়ে। তার বদলে এবার দায়িত্ব দেয়া হয়েছে আরেক অফিসার সঞ্জয় কুমার সিংকে। শুক্রবার (৫ নভেম্বর) ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সব কিছু ঠিক থাকলে শনিবার দিল্লি থেকে মুম্বাইয়ে এসে আরিয়ান-কাণ্ডসহ আরও ছয়টি মাদক মামলার দায়িত্ব নেবেন সঞ্জয় কুমার সিংয়ের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল।

কে এই সঞ্জয় কুমার সিং?

জানা যায়, ১৯৯৬ ওড়িশা ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় কুমার সিং। দীর্ঘদিন ওড়িশা পুলিশের হয়ে কাজ করেছেন। পরে সিবিআইয়ে যোগ দেন। এনসিবিতে যোগ দেয়ার আগে ওড়িশা পুলিশের ড্রাগ টাস্ক ফোর্সের (ডিটিএফ) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ছিলেন সঞ্জয়। ভুবনেশ্বরসহ ওড়িশার একাধিক জায়গার মাদকচক্র তার প্রভাবেই বন্ধ হয়েছে।

২০১৫ সাল পর্যন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (সিবিআইডিআইজি পদে ছিলেন সঞ্জয় কুমার সিং। এই সময়ে তিনি অনেক হাইপ্রোফাইল মামলা সামলেছেন। এনসিবিতে যোগ দেয়ার আগে তিনি আইজিপি পদেও কাজ করেছেন।

তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। অন্যদিকে গত অক্টোবর আরিয়ান খানকে গ্রেফতার করার পর থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তোলাবাজি, টাকা দিয়ে সাক্ষী কেনা থেকে শুরু করে জাল তফশিলি সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও উঠেছে ওয়াংখেড়ের বিরুদ্ধে।

এএমকে/ডাকুয়া

আর্কাইভ