• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌনতা ছাড়াই পৃথিবীতে হাজার বছর টিকে আছে এই প্রাণী

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০১:৩৬ এএম

যৌনতা ছাড়াই পৃথিবীতে হাজার বছর টিকে আছে এই প্রাণী

সিটি নিউজ ডেস্ক

ছোট একটি পোকা। আর সবার জন্য বিস্ময়ের। এর যে এই ক্ষমতা রয়েছে জানলে মানবেন। তার আগে জেনে নিন তার আকার কত। এক মিলিমিটারের পাঁচ ভাগের এক ভাগ এটি। এটি পৃথিবীতে থাকা কয়েকটি জীবের মধ্যে পড়ে যা যৌনতা ছাড়াই টিকে থাকতে পারে হাজার বছর। কোনও শারীরিক সম্পর্ক ছাড়াই টিকে থাকতে পারে।

বিজ্ঞানীদের মতে, ছোট্ট এই প্রাণী প্রকৃতির সঙ্গে যেন লুকোচুরি খেলছে। এই প্রাণীটির পুরুষ প্রজাতি নেই। আছে শুধু নারী। শুধু নারী প্রজাতির মাধ্যমেই কীভাবে প্রাণীটি হাজার বছর টিকে আছে তা বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর বৈকি।

এ ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন।তার মধ্যে একটা হলো পার্থেনোজেনেসিস প্রজনন। এটা একটি অযৌন প্রজনন প্রক্রিয়া যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।

দীর্ঘদিন ধরে ওপ্পিয়েলা নোভা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই প্রাণীটি এমন কোনো উপায়ে প্রজনন করে যা আমাদের জানা নেই।

বিজ্ঞানীরা জানান, এটা খুব বিরল ব্যাপার। কোনো পুরুষ প্রজাতি নেই, তারপরও প্রাণীটি বংশ রক্ষা করছে। এটা প্রকৃতির অপার রহস্যের মধ্যে অন্যতম।

জেডআই/

আর্কাইভ