• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সমন্বিত ৯ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৪:৩৬ পিএম

সমন্বিত ৯ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

সিটি নিউজ ডেস্ক

২০১৮ সালভিত্তিক সমন্বিত ৯টি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদে এমসিকিউ পরীক্ষায় ২০ হাজার ৮০৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে https://erecruitment.bb.org.bd/openpdf.php

ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এনএম/এফএ

আর্কাইভ