• ঢাকা শুক্রবার
    ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৩ এএম

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ছাত্র সংগঠনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হয়েছেন।

তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। একদল বিক্ষোভকারী মাঝখানে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দেন।

‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একদল মিছিল নিয়ে প্রথম আলোর কার্যালয় ও ধানমন্ডি-৩২ নম্বরের দিকে ছুটে যান।

আর্কাইভ