• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনায় শনাক্তের হার ১.৮৬ শতাংশ

প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১১:০৬ পিএম

করোনায় শনাক্তের হার ১.৮৬ শতাংশ

সিটি নিউজ ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত ও শনাক্তের হার দিন দিন কমছে। বাংলাদেশের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এরই মধ্যে খুলে দিয়েছে সরকার। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে।  শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।  
 
শুক্রবার (১১ মার্চ) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

অধিদফতরের তথ্যে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ।

মারা যাওয়া ৫ পুরুষই ঢাকা বিভাগের। 
 
৮ মার্চ ২০২০ সালে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডা/
আর্কাইভ