• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীর তিন হাসপাতালে ফাইজারের টিকা দেয়া শুরু

প্রকাশিত: জুন ২১, ২০২১, ১২:১৭ পিএম

রাজধানীর তিন হাসপাতালে ফাইজারের টিকা দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাছাইকৃত রাজধানী ঢাকার তিন হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা দেয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে এ টিকা দেয়া হবে।

সোমবার (২১ জুন) সকাল ৯টায় তিন হাসপাতালে একসঙ্গে টিকা দেয়া শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত চলবে এ টিকা কার্যক্রম।

সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সময়ে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেয়া শুরু হয়।

এর আগে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ফাইজারের টিকার তাপমাত্রা সেনসিটিভ। তাই প্রাথমিকভাবে ঢাকা শহরের তিনটি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেয়া হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এ ক্ষেত্রে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু এখনো টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন। এ ছাড়া চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরা অগ্রভাগে এ টিকা পাবেন।

ফাইজারের টিকা গ্রহীতাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য অধিদফতর। এরপরেই এ টিকার নিয়মিত কর্মসূচি চালু করা হবে। এ টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ২৮ দিন।
 
গত ৩১ মে রাতে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে করে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় এ টিকা পাওয়া গেছে।

মামুন/সবুজ/এএমকে
আর্কাইভ