• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে গেল আরও ১১ প্রাণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০১:০৬ এএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে গেল আরও ১১ প্রাণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৬৬৩ জন নতুন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ১১ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৬ জন, বাকি ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৬৩ জনের মধ্যে ঢাকায় ৯০০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭৬৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৪৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ