
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:৫৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি কোস্টার বাসের সাথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী রূপসা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা নাগাদ কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ফেরার পথে ১১ মাইল এলাকায় এই ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোস্টারের চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও নিহতের খবর মেলেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাহী কোস্টারটি সকাল ১০টা কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ১১ মাইল নামক স্থানের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখে যাত্রীবাহী রূপসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডান দিক থেকে আসা শিক্ষকবাহী কোস্টারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরই বাস চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলে কোস্টারের পেছনে থাকা শিক্ষার্থীদের বহনকারী বাসটি পৌঁছালে শিক্ষার্থীরা দ্রুতই আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় কোস্টারে থাকা বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বুকে এবং হাতে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোস্টারের চালক নজরুল ইসলাম হাত ভেঙে আহত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পরই আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে যাই। শিক্ষক যারা আহত হয়েছিলেন তারা আপাতত বাড়িতে আছেন এবং আমাদের যে কোস্টার চালক আঘাতপ্রাপ্ত হয়েছেন তার চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়েছে।’