• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ওমিক্রনে এখনও কেউ মারা যায়নি : হু

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:১৬ পিএম

ওমিক্রনে এখনও কেউ মারা যায়নি : হু

আন্তর্জাতিক ডেস্ক

করোনার অতিসংক্রামক নতুন ধরন ‘ওমিক্রন’র আক্রমণে এখনও কেউ মারা যায়নি- এমনই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 

শুক্রবার (৩ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এ পর্যন্ত বিশ্বের ৩৮টি দেশে এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে ওমিক্রন প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর আরব নিউজের।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের আগে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম সোয়ামিনাথান বলেছেন, ‘ওমিক্রন খুবই সংক্রামক’। তবে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।

তিনি বলেন, ‘এক বছর আগে আমরা ভিন্ন পরিস্থিতির মোকাবিলা করেছিলাম। তখন করোনার ভ্যাকসিন ছিল না। কিন্তু এখন ভ্যাকসিন আছে। এ মুহূর্তে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ছড়িয়ে পড়তে থাকে।করোনার ভ্যারিয়েন্টটি সর্বশেষ যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে। ইতোমধ্যে এসব সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ।


অর্ণব/ডাকুয়া

 

আরও খবর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ