প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৭:২৭ পিএম
স্থানীয়ভাবে তিন দিনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ দেড়গুণ বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত বিশ্বে ৮৯টি দেশে ওমিক্রন স্ট্রেইনের উপস্থিতি মিলেছে। শনিবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বজুড়ে অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছে নতুন ধরনটি। তবে নতুন এই স্ট্রেইন রোগ
প্রতিরোধের ক্ষমতা কমিয়ে তুলতে পারে কি না তা স্পষ্ট নয়। শনাক্ত হওয়ার পরই এটিকে 'উদ্বেগের ভ্যারিয়েন্ট' অ্যাখ্যা দেয় ডব্লিউএইচও। যারা এ পর্যন্ত
সংক্রমিত হয়েছেন গুরুতর বা অস্বাভাবিক অসুস্থতার খবর পাওয়া যায়নি।
এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রন সম্পর্কে
খুবই সামান্য তথ্য জানা গেছে। স্ট্রেইনটি কতটা শক্তিশালী সার্বিক বিষয় জানতে আরও
গবেষণা এবং সময়ের প্রয়োজন।
তবে বিশ্বে যেভাবে ওমিক্রন বিস্তার লাভ করছে তাতে সামনে হাসপাতালগুলোতে অধিক
চাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা।
শুধু যুক্তরাজ্যেই ১৫ হাজারের মতো ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধের পথে হাঁটছে বরিস জনসন সরকার। এদিকে শনিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, ইউরোপে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন।
অর্ণব/এম. জামান