• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

করোনার হানায় ফের উত্তাল ইতালি, একদিনে শনাক্ত সোয়া ১ লাখ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:৫২ এএম

করোনার হানায় ফের উত্তাল ইতালি, একদিনে শনাক্ত সোয়া ১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের হানায় আবারও উত্তাল ইতালি। দেশটিতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ১ লাখ ২৬ হাজার ৮৮৮ জন নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয় ১৫৬ জনের।

গত দিনের (২৯ ডিসেম্বর) তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আক্রান্ত বেশি হলেও মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ৯৮ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ১৩৬ জনের। করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫২ জনের।

এখনও দেশটিতে সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। ধারনা করা হচ্ছে এভাবে করোনা বিস্তার লাভ করলে যেকোনো মুহুর্তে লকডাউন দিতে পারে দেশটির সরকার।

তবে সরকারি ভাবে লকডাউন দেওয়ার কোন আভাস এখনো পাওয়া যায়নি।

দেশটিতে প্রাণঘাতী এ মহামারি শুরু থেকে এ পর্যন্ত ৫৯ লাখ ৮১ হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। সুস্থ হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৭১৮ জন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সজাগ দৃষ্টি রাখছেন এবং যানবাহনে চলাচলের উপর কঠোর স্বাস্থ্যবিধি জোরদার করা হয়েছে।

অর্ণব

আরও খবর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ