• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে শিশুসহ ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৩:২২ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে শিশুসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চারতলা একটি ভবনে আগুন লাগে। এতে শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি।

স্থানীয় সময় বুধবার ( জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় ওই শহরে ঘটনা ঘটে।

ক্রেইগ মারফি বলেন, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আমরা আমাদের সব কিছু একত্র করে কাজ করে যাচ্ছি। অগ্নিকাণ্ডের সতর্কতায় ওই ভবনে চারটি ডিটেক্টর ছিল। কিন্তু এর একটিও সে সময় কাজ করেনি।

দেশটিতে ৩৫ বছরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডের সময় জন সেখান থেকে পালাতে সক্ষম হন।

নূর/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ