• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রীসহ করোনায় আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০২:৫৬ এএম

স্ত্রীসহ করোনায় আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্ত্রীসহ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শনিবার ( ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে তিনি নিজে তথ্য জানিয়েছেন।

টুইটার বার্তায় তিনি জানান, করোনাভার নতুন ধরণওমিক্রনভ্যারিয়েন্টে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। এর পর তিনি মৃদু উপসর্গে ভুগছিলেন। এরপর কিছুদিন মৃদু উপসর্গে ভুগার পর করোনাভাইরাস পরীক্ষায় আমি আমার স্ত্রীর ফল পজিটিভ এসেছে। আমরা এখনও মৃদু উপসর্গে ভুগছি। আমাদের জানানো হয়েছে, এটি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। আমরা বাড়িতে বসে কাজ চালিয়ে যাব। সবার কাছে দোয়া চাই।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) ৬৭ বছর বয়সী এরদোগান ইউক্রেনে সফর করেছিলেন। রাশিয়া ইউক্রেনের চলমান উত্তেজনায় মধ্যস্থতার বার্তা দিয়েছিলেন এরদোগান। কিয়েভে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

নূর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ