• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে জঙ্গি হামলায় চার সেনা সদস্য নিহত

প্রকাশিত: জুন ২, ২০২১, ০৫:৪১ এএম

পাকিস্তানে জঙ্গি হামলায় চার সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে জঙ্গি হামলায় চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির বেলুচিস্তানে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে পাঁচ জঙ্গি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আইএসপিআরের উদৃতি দিয়ে পাকিস্তানের ডনের খবরে বলা হয়, সোমবার (৩১ মে) রাতে বেলুচিস্তানের কোয়েটায় পীর ইসমাইল মাজারের কাছে একটি এফসি পোস্টে হামলা চালায় জঙ্গিরা।

এতে সেনাবাহিনীর চারজন এবং পাল্টা গুলিবর্ষণে কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়। আহত হয় আটজন। পৃথক ঘটনায় জঙ্গিরা তুরবত এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এ সময় দুই সেনা সদস্য আহত হন।

এএস/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ