• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বুস্টার ডোজ নিয়েও করোনা পজিটিভ বাইডেন

প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৩:১৮ এএম

বুস্টার ডোজ নিয়েও করোনা পজিটিভ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের পুরো ডোজ টিকা নিয়েছেন, এমনকি দুইবার বুস্টার ডোজও নিয়েছেন। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২১ জুলাই) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে রোগের উপসর্গ মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জিন পেরি এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বাইডেন করোনা পজিটিভ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন করোনায় আক্রান্ত হওয়ার কয়েকটি দিন আপাতত হোয়াইট হাউসে আইসোলেশনে থাকবেন প্রেসিডেন্ট। তবে তার মধ্যেও প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব সামলাবেন তিনি। হোয়াইট হাউসের কর্মীদের সঙ্গে বাইডেন ফোন মারফৎ যোগাযোগ রাখছেন। প্রয়োজনীয় বৈঠক তিনি জুম ও ফোনের মাধ্যমে করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট পুরো ডোজ কোভিড টিকা নিয়েছেন এবং দুইবার বুস্টার ডোজও নিয়েছেন।

উল্লেখ্য, গোটা আমেরিকায় নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনা। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএ ফোর ও বিএ ফাইভ ক্রমাগত সংক্রমণের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ