 
              প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:০৮ পিএম
 
                 
                            
              নেপালের আচ্ছাম জেলায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
দেশটির পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি জানিয়েছেন, নেপালের পশ্চিমাঞ্চলের আচ্ছাম জেলায় এ ঘটনা ঘটে। এটি রাজধানী কাঠমান্ডু থেকে পশ্চিমে ৪৫০ কিলোমিটার (২৮১ মাইল) দূরে অবস্থিত। টানা বৃষ্টিতে পাঁচটি ঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করেন টিমের সদস্যরা।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জুন থেকে সেপ্টেম্বর, বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন আরও ১২ জন।
এআরআই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      