• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহাথির

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৪:৩৩ পিএম

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার আসন্ন ১৫তম জাতীয় নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।  মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির।

বিবিসির খবরে বলা হয়, ১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে টানা ২২ বছর দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। পরে ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে এবার নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবে আমরা কিছু ঠিক করিনি। এটি তখনই প্রাসঙ্গিক হবে যখন আমরা নির্বাচনে জিতব।’

৯৭ বছর বয়সী মাহাথিরের হৃদ রোগের সমস্যা আছে। হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি করতে হয়েছিল তাকে। সবশেষ গত মাসেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির।

উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা থাকলেও আগেই পার্লামেন্ট ভেঙে সাধারণ নির্বাচনের ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (১০ অক্টোবর) পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। আসছে নভেম্বরের শুরুতে নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেডআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ