 
              প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৬:২৭ পিএম
 
                 
                            
              ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা শাসিত দেশটির একটি আদালত। এই বিচার কার্যক্রম সম্পর্কে অবগত একটি সূত্র বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে সু চির বিরুদ্ধে মামলাটি করা হয়। তবে সু চি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাকে রাজধানীর নাইপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে। সামরিক জান্তার বিশেষ আদালতে তার রুদ্ধদ্বার বিচার চলছে।
শান্তিতে নোবেল জয়ী ৭৭ বছরের সু চির বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা হয়েছে। ঘুষ গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা ওই সব মামলায় সু চির সর্বোচ্চ ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সুচি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে একের পর এক মামলা দেয়া হয়। ওই সময় থেকেই বন্দি আছেন সুচি।
জেডআই/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      