 
              প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৫:৪৮ পিএম
 
                 
                            
              ইরানের কুখ্যাত ‘এভিন’ কারাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। কারাগারটিতে রাজনৈতিক বন্দী, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দী রয়েছেন।
রবিবার (১৬ অক্টোবর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান দেশটির কর্মকর্তা। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
কারাগার থেকে সতর্কতামূলক সাইরেন ও গুলির শব্দও শোনা যায়। এখানে মূলত রাজনৈতিক বন্দিদের আটকে রাখা হয়।
একজন কর্মকর্তার বরাতে রাষ্ট্রয়াত্ব গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকাণ্ডও’ দায়ী।
কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
এ বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷
সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনে আটক হওয়া কেউ একজন কারাগারের স্টোর রুমে আগুন ধরিয়ে দেয় বলেও অনেক খবরে বলা হয়েছে।
সরকারবিরোধী একটি গ্রুপ অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও প্রকাশ করে। তাদের ভিডিওতে সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়। তবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি। এরপর অশান্ত হয়ে ওঠে ইরান। যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ ইরানের একটি মানবাধিকার সংস্থা শুক্রবার জানায়, আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      