• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ: মৃত্যুদণ্ডের রায় দিল সরকার

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০২:১০ এএম

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ: মৃত্যুদণ্ডের রায় দিল সরকার

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক

পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ইরান জুড়ে। সেই বিক্ষোভ দমাতে ব্যাপক বেগ পেতে হয়েছে ইরান সরকারকে। এবার বিক্ষোভে অংশ নেয়ার দায়ে গ্রেফতার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে আগুন দেয়া এবং ‘মহান রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা’অভিযোগ প্রমাণিত হয়েছে তেহরানের রেভ্যুলুশনারি কোর্টে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ জনকে ৫-১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আরেকটি আদালত।

এদিকে ইরান সরকারের এমন আচরণে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তারা সতর্ক করে বলছে, ‘তাড়াতাড়ি মৃত্যুদণ্ড’ দেয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস সরকারি প্রতিবেদনের বরাতে বলছে, কমপক্ষে ২০ জন বর্তমানে মৃত্যুদণ্ডের যোগ্য অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

 

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ