• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শুরু হলো জি-টোয়েন্টি সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১১:০৪ পিএম

শুরু হলো জি-টোয়েন্টি সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০টি দেশের সম্মেলন জি-টোয়েন্টি শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়। খবর আল জাজিরা।

সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি জি-টোয়েন্টি সম্মেলন দৃঢ় অংশীদারিত্ব তৈরি করবে যা বিশ্বকে এর অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে পারবে।

জি-টোয়েন্টি সম্মেলনের আয়োজন করা ইন্দোনেশিয়ার জন্য একটি সম্মানের বিষয় বলে উল্লেখ করেন জোকো উইদোদো।

এর আগে, আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হওয়ার আগের দিন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই প্রথম এ দু’নেতা মুখোমুখি বৈঠকে মিলিত হলেন। বৈঠকে দু’নেতা বিভিন্ন বিষয়ে পার্থক্য সত্ত্বেও আরও ঘন ঘন যোগাযোগের প্রতিশ্রুতি দেন।

আইএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ