 
              প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:৪৭ এএম
-20221211164714.jpg) 
                 
                            
              ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকের সময় এক বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত ও চারজন আহত হয়েছেন।
রবিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তিন নারীকে হত্যার পর ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে পুলিশ আটক করেছে। রোমের ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা পার্শ্ববর্তী একটি বারে বৈঠক করছিলেন।
আরও পড়ুন: আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে ৬ পাকিস্তানি নাগরিক নিহত
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা বলেছে, বন্দুকধারী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। তিনি চিৎকার করে বলতে থাকেন: ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব।’ এরপর তিনি গুলি চালাতে শুরু করেন।
গুলিতে আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ সংসদে বিএনপির ৭ এমপি না থাকলে কী যায় আসে: ড. রাজ্জাক
অপর একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন হামলাকারী সেখানকার স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      