• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কম্বোডিয়ার ক্যাসিনোতে অগ্নিকাণ্ড, মৃত্যু ১০

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৮:৩৪ পিএম

কম্বোডিয়ার ক্যাসিনোতে অগ্নিকাণ্ড, মৃত্যু ১০

আন্তর্জাতিক ডেস্ক

কম্বোডিয়ায় একটি হোটেলের ক্যাসিনোতে আগুন লেগে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে থাইল্যান্ডের সীমান্ত লাগোয়া শহর কম্বোডিয়ার পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ক্যাসিনোতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এ সময় হোটেল ভবনটিতে চার শতাধিক মানুষ অবস্থান করছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হোটেলে যারা অবস্থান করছিলেন তাদের অনেকেই থাইল্যান্ডের নাগরিক।
পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান। এর কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ। 
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে। লাফিয়ে পড়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। অনেকে গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে আনা হয়েছে। আগুন লাগার কারণ জানতে কাজ করছে কর্তৃপক্ষ।

 

 

এনএমএম/এএল
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ