 
              প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৯:০০ পিএম
 
                 
                            
              একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(৬ জানুয়ারী) স্থানীয় সময় দুপুর ২টার দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘটনাটি দুর্ঘটনামূলক ছিল না। গুলি চালানো শিশু শিক্ষার্থীকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কোনো শিক্ষার্থী আহত হয়নি জানিয়ে শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ বলেন, `ছয় বছর বয়সী এক ছাত্র গুলি চালিয়েছে। সে এখন পুলিশ হেফাজতে। গুলির ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেনি।`
পুলিশ গুলিবিদ্ধ শিক্ষকের পরিচয় জানায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে শহরের স্কুলগুলোর তত্ত্বাবধায়ক জর্জ পারকার বলেন, `আমি হতবাক এবং ভীষণভাবে মর্মাহত।` `ছোটদের হাতে যাতে আগ্নেয়াস্ত্র না যায় সেটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সমর্থন দরকার।`
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্কুলে প্রায় গুলির খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়। গানস ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত ঘটনায় ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়, যেসব ঘটনার প্রায় অর্ধেক ছিল হত্যাকাণ্ড, দুর্ঘটনা বা আত্মরক্ষাজনিত। বাকি অর্ধেক মৃত্যুর ঘটনা ছিল আত্মহত্যাজনিত।
এনএমএম/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      