• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিস্তিনের ওপর গোয়েন্দাগিরিতে ইসরায়েলি গরু!

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০১:১৪ এএম

ফিলিস্তিনের ওপর গোয়েন্দাগিরিতে ইসরায়েলি গরু!

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের ওপর গোয়েন্দাগিরি করতে এবার গরু ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনিরা দাবি করছে, বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পর চর হিসেবেই সীমান্ত এলাকায় এসব গরুর পাল পাঠানো হচ্ছে। তবে দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। খবর ইসরায়েলটুডেডটকম।

স্থানীয় গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, হঠাৎ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে গরুর পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। হুটহাট করে সেগুলো বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে। কিছু কিছু গরুর গলায় বিরাট বিরাট ঘণ্টা বাধা থাকছে। ফিলিস্তিনি গ্রামবাসীদের ধারণা এসব ঘণ্টার মধ্যে আসলে রেকর্ড করার কোনো কিছু বসিয়ে দেওয়া হয়েছে। নানা জায়গায় ঘুরে সেই অঞ্চলের লোকজনের কথাবার্তা রেকর্ড করা হচ্ছে।

তারা দাবি করেন, কিছু গরুর শরীরে গোপন ক্যামেরাও বসিয়ে দিচ্ছে ইসরায়েল প্রশাসন। ফলে সীমান্ত এলাকার প্রায় সব তথ্যই গরুর মাধ্যমে চলে যাচ্ছে ইসরায়েলের হাতে। সব মিলিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচরের মতোই কাজ করছে এ সব গরু।

তবে শুধু গুপ্তচর বৃত্তি করেই ক্ষ্যান্ত হচ্ছে না এসব গরু। দেদারছে ফসল নষ্ট করছে বলেও অভিযোগ উঠেছে এসব গরুর বিরুদ্ধে। সীমান্ত এলাকার চাষীরা অভিযোগ করছেন, এরই মধ্যে তাদের অনেক ফসল নষ্ট করেছে ইসরায়েলি গরুর পাল। এর আগেও ইসরায়েলিদের বিরুদ্ধে এমন অপকর্মের অভিযোগ উঠেছিল। সেবার বিষাক্ত ইঁদুর ছেড়ে দিয়ে ফিলিস্তিনিদের ফসলের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।

ফিলিস্তিনিদের এ অভিযোগ নিয়ে ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। তবে এটিকে ভুয়া খবর আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে ইসায়েলের সংবাদমাধ্যমগুলো।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ