• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার পুলিশকে ঘুষের প্রস্তাব দিয়ে রিমান্ডে বাংলাদেশি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০২:০০ এএম

মালয়েশিয়ার পুলিশকে ঘুষের প্রস্তাব দিয়ে রিমান্ডে বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত।

স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) বিচারক ইরজা জুলাইখা রোহানউদ্দিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 
আদালত সূত্রে জানা যায়, দেশটির পুত্রজায়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ওই বাংলাদেশিকে আটক করে পুলিশ। এসময় পুলিশকে ওই বাংলাদেশি ১০০ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। এ ঘটনায় পুলিশ তাকে শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে মালয়েশিয়ার পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সদর দফতরে হস্তান্তর করে।  
কুয়ালালামপুর, মালয়েশিয়া : দর্শনীয় স্থান, ট্যুর প্ল্যান, হোটেল, খরচ ও  টিপস - ভ্রমণ গাইড
এরপর দুর্নীতি দমন কমিশন তাকে তদন্তে সহায়তার জন্য গ্রেফতার করেন। পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইরজা জুলাইখা রোহানউদ্দিন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত বাংলাদেশিকে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


পুত্রজায়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজিজুল আহমেদ সারকাউই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দুর্নীতি দমন আইন ২০০৯ এর ধারা ১৭ (বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। 

 

সাজেদ/

আর্কাইভ