• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

বিহারে ২ কিলোমিটার রেললাইন চুরি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৬:৩২ পিএম

বিহারে ২ কিলোমিটার রেললাইন চুরি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিহারে ব্রিজ, মোবাইল টাওয়ারের পর এখন উধাও হতে শুরু করেছে রেল লাইন। ঘটনাটি ঘটেছে মধুবনীর পান্ডৌল থানা এলাকার লোহাট চিনিকলের। পান্ডৌল স্টেশন থেকে লোহাট মিল পর্যন্ত দুই কিলোমিটার রেলপথ চুরি হয়েছে।

মিলটি বন্ধ হওয়ার পর এর ওপর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টেন্ডার ছাড়াই রাতারাতি কোটি টাকার আবর্জনা বিক্রি করেছে চোরেরা। কোটি টাকার এই স্ক্র্যাপ কেলেঙ্কারিতে বিস্মিত প্রশাসনও। ২৪ জানুয়ারী সকালে যখন কিছু লোক এখানে পৌঁছায়, তখন এলাকা খালি ছিল এবং ট্র্যাকগুলি অদৃশ্য হয়ে গিয়েছিল।

জানা গেছে, ই কেলেঙ্কারিতে রেলওয়ে পুলিশের একাধিক কর্মকর্তার জড়িয়ে থাকার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায়, ঝাঁঝাড়পুর স্টেশনের আরপিএফ ইনচার্জ এবং মধুবনি স্টেশনের রেলওয়ে পুলিস অফিসারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টির তদন্তের জন্য বেশ কয়েকজন সিনিয়র অফিসারের একটি দল গঠন করা হয়েছে।

আর্কাইভ