• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ফের বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৫:২৩ পিএম

পাকিস্তানে ফের বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। অন্তত ১৩ জন আহত হয়েছেন। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি। জড়িতদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখান জেলার একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, একটি মোটরসাইকেলে থাকা বিস্ফোরক থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের ঘটনার দৃশ্য সাথে সাথেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক ভিডিওতে দেখা যায়, হতাহতদের উদ্ধার করছেন স্বেচ্ছাসেবকরা। ছিন্নভিন্ন মোটরসাইকেল ও পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে রাস্তার পাশে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস ভয়াবহ এ বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের গ্রেফতারের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের মানবতার শত্রু বলেও আখ্যায়িত করেন তিনি।  


কোনো গোষ্ঠী তাৎক্ষনিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান-টিটিপি’র সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এর আগে, ৩০ জানুয়ারি পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্সের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলার পর ঘটনাস্থল থেকে শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়।

আরও খবর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ