• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সহিংসতা বন্ধে কাজ করার প্রতিশ্রুতি ইসরায়েল ও ফিলিস্তিনের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:৩০ পিএম

সহিংসতা বন্ধে কাজ করার প্রতিশ্রুতি ইসরায়েল ও ফিলিস্তিনের

পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে হাওয়ারা চেকপয়েন্টে ইসরায়েলি সৈন্যরা।

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে হাওয়ারা চেকপয়েন্টে ইসরায়েলি সৈন্যরা। অবিলম্বে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবায় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেয় তারা। বৈঠকে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তারা উল্লেখ করেন, সহিংসতা প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তারা।


বিবৃতিতে চার মাসের জন্য নতুন বসতি স্থাপন নিয়ে আলোচনা এবং ছয় মাসের জন্য নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
বিবৃতিতে আরও বলা হয়, মিসর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আয়োজক দেশ জর্ডান এ সমঝোতাগুলোকে দুপক্ষের মধ্যে সম্পর্ক স্থাপনের বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করেছে।

 

আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ