 
              প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৬:৫৩ পিএম
 
                 ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট। ভারতের রাজধানী দিল্লি থেকে কাতারের দোহা যাওয়ার পথে মেডিকেল ইমার্জেন্সির কারণে সোমবার (১৩ মার্চ) ফ্লাইটটি সেখানে জরুরি অবতরণ করে।
তবে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়া যাত্রীকে বাঁচানো যায়নি। জরুরি অবতরণের পর করাচি বিমানবন্দরের মেডিকেল টিম ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, করাচিতে জরুরি অবতরণ করার পর যাত্রীকে মৃত ঘোষণা করা হলে তার মরদেহ নিয়েই ফ্লাইটটি দিল্লিতে ফিরে যায়। মূলত অসুস্থ হয়ে পড়া যাত্রীকে বাঁচাতেই করাচিতে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিগোর ওই ফ্লাইটটি।
ইন্ডিগো বলেছে, ‘আমরা এই খবরে গভীরভাবে শোকাহত এবং আমাদের প্রার্থনা ও শুভেচ্ছা ওই যাত্রীর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের অন্য যাত্রীদের স্থানান্তরের ব্যবস্থা করছি।’
সাজেদ/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      