 
              প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৮:৩৪ পিএম
 
                 সংগৃহীত ছবি।
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন।
রোববার রাতে ডালাস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ইউএস নিউজ।
ডালাস পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জুয়ান ফার্নান্দেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইল বার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম ডালাসের ভিলাভারদে অ্যাভিনিউতে এই হত্যাকাণ্ড হয়। চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। 
হতাহতরা সবাই ঘটনাস্থলেই মারা যান। তদন্ত চলছে বলে জানায় পুলিশ। নিহতদের পরিচয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি।
আরিয়ানএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      