
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১১:৩৭ এএম
হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মেনিন্ডি শহরে। শহরের নদীতে মরা মাছ ভেসে উঠেছে। শুক্রবার সকাল থেকে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। তীব্র দাবদাহের জেরে ডার্লিং-বাকা নদীতে মাছ মারা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের কথায়, বছর তিনেক আগেও একই ঘটনা ঘটেছিল। এদিকে, শনিবার (১৭ মার্চ) মেনিন্ডি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত।
এএল/
আপনার মতামত লিখুন :