প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ১০:০১ এএম
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ৪ দশমিক ৪ এবং ৪ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হাসে দেশটিতে। খবর টাইমস নাউয়ের।
নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।
এডিএস/