• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির একটি বাড়ি থেকে ৭ লাশ উদ্ধার

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৭:১১ পিএম

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির একটি বাড়ি থেকে ৭ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওকমুলগি কাউন্টি শেরিফ সোমবার (১ মে) বিকেলে ওকলাহোমা সিটির কাছে একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সাতজনের মধ্যে আইভি ওয়েবস্টার (১৪) ও ব্রিটানি ব্রুয়ারের (১৬) লাশ রয়েছে। জেসি ম্যাকফ্যাডেন নামে এক নিবন্ধিত যৌন অপরাধীর মৃতদেহও সেখানে পাওয়া গেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

নিখোঁজ সাতজনের মধ্যে আইভি ওয়েবস্টার (১৪) ও ব্রিটানি ব্রুয়ারের (১৬) লাশ রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বাকি চারজনের লাশ প্রকাশ্যে শনাক্ত করতে পারেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের ৫৯ বছর বয়সী জ্যানেট মায়ো এপি নিউজকে জানান, নিহতরা হলেন তার মেয়ে হলি গেস (৩৫), তার নাতি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মাইকেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গুস (১৩)।

কাউন্টি সোমবার সতর্কতা জারি করেছে যে দুই কিশোর নিখোঁজ রয়েছে। পরে লাশ উদ্ধারের পর ওই সতর্কতা বাতিল করা হয়।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ