 
              প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৫:৫৭ পিএম
 
                 
                            
              ইতিহাস সৃষ্টিকারী অস্ত্রোপচার করেছেন একদল মার্কিন শল্যচিকিৎসক। ইতিহাসে প্রথমবারের মতো মায়ের পেটে থাকা এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। শিশুটির মস্তিষ্কের রক্তনালীতে অস্বাভাবিকতা ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে তা সারিয়ে তুলেছেন তারা। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর।
চিকিৎসাবিজ্ঞানে শিশুটির রক্তনালীর এই জটিলতা ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন বা ভিওজিএম’ নামে পরিচিত। যখন মস্তিষ্ক থেকে রক্ত স্বাভাবিকভাবে হৃদপিণ্ডে পৌঁছাতে পারে না তখন এই জটিলতার সৃষ্টি হয়। ব্রিংহ্যামের বোস্টন চিলড্রেনস হসপিটালের চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন।
বোস্টন চিলড্রেনস হসপিটালের রেডিওলজিস্ট এবং অস্ত্রোপচারকারী দলের অন্যতম সদস্য ডা. ড্যারেন অরবাখ সিএনএনকে বলেন, ‘এ ধরনের জটিলতা থাকলে শিশুর জন্মের পরপরই মস্তিষ্কে মারাত্মক আঘাত এবং হৃদপিণ্ডের কার্যকারিতা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। এই দুটি বড় ধরনের চ্যালেঞ্জ।’
ড্যারেন অরবাখ আরও বলেন, সাধারণত শিশুর জন্মের পরপরই এ ধরনের জটিলতার চিকিৎসা শুরু করা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা অনেক দেরি হয়ে যায়। ফলে শিশুর মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়।
 
ড্যারেন অরবাখ বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেয়ার পরপরও ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রেই শিশুরা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এবং বাকি ৪০ শতাংশ শিশুই মারা যায়। আর যারা বেঁচে থাকে তারাও আজীবন বিভিন্ন ধরনের স্নায়বিক এবং বুদ্ধিমত্তা সংক্রান্ত সমস্যায় ভোগে।’  
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      