 
              প্রকাশিত: মে ৬, ২০২৩, ১০:১৩ পিএম
 
                 
                            
              যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
শুক্রবার (৫ মে) বিকেলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর এনবিসি।
অ্যান আরুন্ডেল কাউন্টি পুলিশ লেফটেন্যান্ট জ্যাকলিন ডেভিস জানান, এক বন্দুকধারী হঠাৎ এক নারী ও এক পুরুষের ওপর সরাসরি গুলি চালায়। তারা ঘটনাস্থলেই মারা যান। পরপরই বন্দুকধারী নিজের ওপর গুলি চালায়।
তিনি বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি পরিকল্পতি ঘটনা। তারা আগে থেকে একে অপরকে চিনতেন বলে মনে হচ্ছে।
                      
এর আগে রোববার (৩০ এপ্রিল) ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের ক্যাল অ্যান্ডারসন পার্কে এক বন্দুক হামলায় ২ জন নিহত ও আরেকজন মারাত্মকভাবে আহত হন।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      