 
              প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৮:২১ পিএম
 
                 
                            
              ভারতের আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যের সোনিতপুর। খবর এনডিটিভির।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, সকাল ৮টার দিকে আসামে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
এর আগে গতকাল রোববার (২৮ মে) পাকিস্তানে ৬ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলেও।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      