 
              প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৭:৫০ পিএম
 
                 
                            
              উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সঙ্গে যুক্ত বিদ্রোহীদের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আরও আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ জুন) স্থানীয় পুলিশের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ জুন) রাতে ‘লুবিরিরা’ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করেছে।  স্কুলটি কঙ্গোর ও উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।
                      
পুলিশ বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) এই হামলায় এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত আট জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।
গত এপ্রিলে কঙ্গোর পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      