• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রাশিয়ায় গৃহযুদ্ধ হবে কিনা, জানালেন বিবিসির সাংবাদিক

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০২:৫০ এএম

রাশিয়ায় গৃহযুদ্ধ হবে কিনা, জানালেন বিবিসির সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী ইতোমধ্যে বিদ্রোহ শুরু করেছে। গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের এই কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

দেশটির অনেক এলাকা দখলের দাবি করেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার অভ্যন্তরে এমন ঘটনা নিয়ে বিদ্রুপের সুরে টুইট করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তবে স্টিভ রোজেনবার্গ নামের বিবিসির এক সাংবাদিক মনে করেন, গৃহযুদ্ধে জড়াবে না রাশিয়া। তিনি বলেন, এখনো মস্কো পুরো শান্ত। রাশিয়ার অভ্যন্তরীণ অবস্থা ঠান্ডা। কোথাও কোনো মারামারি বা গোলাগুলির লেশমাত্র নেই। 

রোজেনবার্গ বলেন, তবে এমন ঘটনা (ওয়াগনারের বিদ্রোহ ঘোষণা) রাশিয়ায় এর আগে কখনো ঘটেনি। এটি একটি বিরাট সমস্যা এবং এর সমাধান পুতিনকেই করতে হবে।

তিনি বলেন, পুতিন কেবল ইউক্রেনে একটি যুদ্ধই শুরু করেননি, এখন তিনি তার নিজ দেশে এই সশস্ত্র বিদ্রোহ পেয়েছেন যা তাকে সমাধান করতে হবে।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ