 
              প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০২:৫৫ এএম
-20230714145538.jpg) 
                 
                            
              মোবাইলে প্রেমিকের সঙ্গে মেয়ের কথা বলা নিয়ে আপত্তি ছিল বাবার। কিন্তু জন্মদাতার এ আপত্তি মেনে নিতে পারেননি ১৯ বছরের মেয়ে। শেষ পর্যন্ত থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন মেয়ে!
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যার জামুনিয়ামাউ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার।
মেয়ের অভিযোগ, প্রেমিকের সঙ্গে কথা বলা বন্ধ করতে তার বাবা তাকে মারধর করেছেন।
রুদাউলি থানার এসএইচও দেবেন্দ্র সিংহ জানান, ১১ জুলাই রাতে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলে ওই তরুণী। বিষয়টি জেনে মেয়েকে কথা বলতে নিষেধ করেন তার বাবা। ভবিষ্যতে কথা বললে খুব খারাপ হবে বলেও মেয়েকে শাসান। কিন্তু বাবার এ ব্যবহার ভালোভাবে নেননি মেয়ে। পরদিন সকালে প্রেমিককে সঙ্গে নিয়ে থানায় এসে তিনি লিখিত অভিযোগ করেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আমি অভিযোগপত্র দেখে অবাক হই। তার বাবাকে থানায় ডেকে পাঠাই এবং মিটমাট করে নেওয়ার জন্য বলি। কিন্তু ওই তরুণী অভিযোগ করার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন।
ওই তরুণীর ভাষ্য, তিনি একজন প্রাপ্তবয়স্ক, যদি তার এফআইআর গ্রহণ না করা হয়, তাহলে তিনি পুলিশের বড় কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
এরপরই বাবার বিরুদ্ধে মেয়েকে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়।
এসএইচও দেবেন্দ্র বলেন, এফআইআরে গ্রেফতারির মতো কোনো সংস্থান ছিল না। তাই আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগে মামলা রুজু করি। তারপর বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দিই।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      