• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আগ্রহ সাইকেলে, তবে জরিমানা দিলেন ১৩২ কিমি বেগে গাড়ি চালিয়ে

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৭:৪৮ পিএম

আগ্রহ সাইকেলে, তবে জরিমানা দিলেন ১৩২ কিমি বেগে গাড়ি চালিয়ে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সাইক্লিস্টদের নিয়ে যার আগ্রহের কমতি নেই, এমনকি নিজের নেই কোনো গাড়িও। তবে সেই মন্ত্রীই শেষ পর্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে গুনলেন জারিমানা।

সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সম্প্রতি আলবার্টাতে দ্রুত গাড়ি চালানোর জন্য ২৭৩ ডলার জরিমানা করা হয়েছে।

অর্থমন্ত্রীর মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস মঙ্গলবার (২২ আগস্ট) বলেছেন, ‘ফ্রিল্যান্ড গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন। তিনি মামলার পুরো টাকা পরিশোধ করেছেন।’

তবে ঘটনাটি কবে ঘটেছে এবং ওই সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত ছিল, সে বিষয়ে কিছু বলেননি ফ্রিল্যান্ডের মুখপাত্র।

সিবিসি জানিয়েছে, আলবার্টার হাইওয়েগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১১০ কিলোমিটার।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেছিলেন, একটি সত্য যা এখনও আমার বাবাকে হতবাক করে, তা হলো আমার নিজের কোনো গাড়ি নেই।

তিনি বলেন, ‘আমি হাঁটি, পাতাল রেলেও চলি। আমার সন্তানরাও হেঁটে চলাচল করে এবং সাইকেল চালায়। এটা আসলে স্বাস্থ্যকর।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ