• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ফিলিস্তিন-ইসরাইল সংঘাত

হামাসের সঙ্গে লড়াইয়ে ২৪৭ ইসরাইলি সেনা নিহত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০২:৩২ পিএম

হামাসের সঙ্গে লড়াইয়ে ২৪৭ ইসরাইলি সেনা নিহত

চলমান সংঘাতে ইসরাইলের ২৪৭ জন সেনা নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ইসরাইলের ২৪৭ জন সেনা নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের সঙ্গে চলমান সংঘাতে ইসরাইলের ২৪৭ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইসরাইলি সামরিক বাহিনী ২৪৫ জন সেনা সদস্য ও অফিসারের নাম প্রকাশ করেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই গাজা সীমান্তে মারা গেছেন।

অন্যদিকে, চলমান এই সংঘাতে ইসরাইলের ৪৬ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি পুলিশ।

হামাসের সঙ্গে চলমান সংঘাতে নিহত  ইসরাইলি সেনাদের একাংশ। ছবি: টাইমস অব ইসরাইল

শনিবার ( ৭ অক্টোবর) সকালে হামাসের অতর্কিত হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া বহু ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরাইলি সরকার।

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ